ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)
(ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান)
নিয়োগ বিজ্ঞপ্তি
জোনাল হিসাবরক্ষণ কর্মকর্তা
Vacancy-০৮জন
Job Context
- ঢাকা আহ্ছানিয়া মিশন ১৯৫৮ সাল থেকে আর্ত-মানবতার সেবায় মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান হিসাবে মাঠ পর্যায়ে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে আসছে। এটি জাতীয় পর্যায়ে কর্মরত একটি বেসরকারী উন্নয়ন সংস্থা যা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদ প্রাপ্ত যার সনদ নং-০০১০৯-০২২৪৩-০০৭৪৭ এবং পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত। বর্তমানে ডিএফইডি ঢাকা, নরসিংদী, ময়মনসিংহ, রাজশাহী, পঞ্চগড়, যশোর, বরিশাল ও চট্টগ্রাম জোনাল অফিসের মাধ্যমে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করছে। উল্লেখিত অফিসগুলোর অন্তর্ভুক্ত ব্রাঞ্চ সমূহের হিসাবরক্ষণ সংক্রান্ত কাজ পরিচালনার জন্য হিসাবরক্ষক (জোনাল অফিস) পদে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগ দেয়া হবে। নির্বাচিত প্রার্থীগণকে সরাসরি মাঠ পর্যায়ের হিসাবরক্ষণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পাদনের মানসিকতা থাকতে হবে, পাশাপাশি সফট্ওয়্যার-এর মাধ্যমে ফিন্যান্সিয়াল ডাটা এন্ট্রির কাজ করতে হবে।
Job Location:
- ঢাকা, নরসিংদী, ময়মনসিংহ, রাজশাহী, পঞ্চগড়, যশোর, বরিশাল ও চট্টগ্রাম জোনাল অফিস।
Job Responsibilities
- জোনাল অফিসের অন্তর্ভুক্ত সকল ব্রাঞ্চ অফিসের সকল প্রকার বিল ভাউচার, ক্যাশ বুল, লেজার বুক, ব্যাংক হিসাব বই এবং সকল প্রকার রেজিস্টার বই হালনাগাদ আছে কিনা সেটি নিশ্চিত করা;
- সংস্থার নিয়মানুযায়ী ব্রাঞ্চ অফিসে সকল প্রকার আর্থিক লেনদেন ও তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করা ও একাউন্টস প্রস্তুত করা;
- বিনিয়োগ বাজেট প্রস্তুত করনে কর্তৃপক্ষকে সহায়তা করা;
- ব্রাঞ্চ হিসাবরক্ষকদের সাথে সমন্বয় করে প্রতিটি ব্রাঞ্চে হিসাবরক্ষনের যাবতীয় কাজ সঠিকভাবে বাস্তবায়ন নিশ্চিত করা;
- জোনের সকল প্রকার লেনদেন, আয়-ব্যয় বিবরণীর হিসাব রাখা ;
- রিপোর্টিংসহ বিনিয়োগ কর্মসূচির সকল কাজ সম্পাদন করা;
- উর্ধ্বতন কর্তৃপক্ষ এর সকল নির্দেশনা পালন করা;
- অডিট ফাইন্ডিংস এর জবাব দেয়ার জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা;
- মাসিক, ত্রৈমাসিক ও বাৎসরিক ফিন্যান্সিয়াল রিপোর্ট সঠিকভাবে প্রস্তুত করা;
- সকল প্রকার আর্থিক রিপোর্ট ভাউচার এবং ক্যাশ বহি সমূহের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা;
- সংস্থার ফিন্যান্সিয়াল সফট্ওয়্যার এ ডাটা ইনপুট করা;
- সংস্থার আদর্শ, উদ্দেশ্য, মূল্যবোধ, আচরণ বিধি ও প্রচলিত নিয়ম-নীতি মেনে চলা;
- জেন্ডার সংবেদনশীল আচরন করা;
- কম্পিউটার Office Application Course (MS-Word, MS-Excel, MS-PowerPoint)-পরিচালনায় পারদর্শিতা থাকতে হবে;
- উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন সময়ে সময়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা।
Employment Status
Full-time
Educational Requirements
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ/এমবিএস/এম.কম পাশ। সিএ কোর্সধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
Working Experience
বেসরকারী উন্নয়ন সংস্থায় ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে অর্থ ও হিসাব বিভাগে ০৩-০৫ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
Additional Requirements
- বয়স সর্বোচ্চ ৪০ বছর;
- কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
Salary
- গ্রেড-০৮
- প্রারম্ভিক বেতন 35,400/-, শিক্ষানবিসিকাল শেষে সর্বসাকুল্যে (গ্রস) বেতন 43,685/-।
Compensation & Other Benefits
- প্রতি কর্মদিবসের জন্য দৈনিক ২০০/-(দুইশত) টাকা হারে লাঞ্চ ভাতা, প্রতিমাসে বিধি অনুসারে মোবাইল ভাতা প্রাপ্য হবেন;
- শিক্ষানবিসকাল ০৬ (ছয়) মাস;
- নিয়মিতকরণ করা হলে সংস্থার নিয়মানুযায়ী শিক্ষাসহায়ক ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে), উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, আকর্ষণীয় গ্র্যাচুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি, পদোন্নতি ও ইনস্যুরেন্স এর সুবিধা পাবেন।