ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)
(ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান)
নিয়োগ বিজ্ঞপ্তি
সমৃদ্ধি স্বাস্থ্য পরিদর্শক
Vacancy- অনির্ধারিত
Job Context
ঢাকা আহ্ছানিয়া মিশন ১৯৫৮ সাল থেকে আর্ত-মানবতার সেবায় মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান হিসাবে ২০১৩খ্রি. সাল থেকে ফাউন্ডেশন হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে মাঠ পর্যায়ে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে আসছে। এটি জাতীয় পর্যায়ে কর্মরত একটি বেসরকারী উন্নয়ন সংস্থা যা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদ প্রাপ্ত যার সনদ নং-০০১০৯-০২২৪৩-০০৭৪৭ এবং পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত। ডিএফইডি 01 অক্টোবর 2024 তারিখ হতে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নে পুনর্বিন্যাকৃত সমৃদ্ধি কর্মসূচির কার্যক্রম শুরু করেছে। সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্যসেব ও পুষ্ঠির আওতায় 01 জানুয়ারী 2025 তারিখ হতে স্বাস্থ্যসেব ও পুষ্ঠির কাজ শুরু করার জন্য সমৃদ্ধি স্বাস্থ্য পরিদর্শক পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগ দেয়া হবে। নির্বাচিত সমৃদ্ধি স্বাস্থ্য পরিদর্শক-কে দক্ষতার সাথে মাঠ পর্যায়ের ঝুঁকি নিরসনসহ সকল কাজে তদারকি করে কার্যক্রম পরিচালনা করতে হবে।
Job Location:
- কাচিকাটা ইউনিয়ন,মনোহরদী উপজেলা, নরসিংদী জেলা ।
Job Responsibilities
সমৃদ্ধি কর্মসূচিভূক্ত সংশ্লিষ্ট ০১টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ০১ জন করে স্বাস্থ্য পরিদর্শক নিয়োজিত থাকবেন। স্বাস্থ্য পরিদর্শক মূলত: স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রার্থীকে কর্মএলাকায় অবস্থান করে এবং নির্ধারিত অফিস সময় মেনে সংশ্লিষ্ট কার্যাবলী সম্পন্ন করতে হবে। তিনি সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা-এর তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন।
বিস্তারিত দায়িত্ব ও কর্মপরিধি:
- প্রতিদিন ২০-২৫টি খানা পরিদর্শন করে সদস্যদের সেবা/পরামর্শ প্রদান ও তথ্য সংগ্রহ করা
- লক্ষ্যমাত্রা অনুযায়ূী কার্ড বিক্রি করা;
- স্ট্যাটিক ক্লিনিক,স্যাটেলাইট ক্লিনিক,স্বাস্থ্য ক্যাম্প ও চক্ষু ক্যাম্প-এ রোগী প্রেরণ করা;
- স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা বিষয়ক উঠান বৈঠক পরিচালনা করা;
- সরকারি/বেসরকারি হাসপাতালের চিকিৎসকের মাধ্যমে স্যাটেলাইট ক্লিনিকে রোগীদের সেবা প্রদান করা;
- বিশেষঞ চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করবেন;
- চক্ষু ক্যাম্প আয়োজন ও মনোনীত রোগীদের চোখের ছানী অপারেশন করার উদ্যোগ গ্রহণ করা;
- রক্তের গ্রুপ নির্নয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা;
- স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত জাতীয় দিবস উদযাপনের উদ্যোগ গ্রহণ করা।
- সপ্তাহিক, মাসিক ও বার্ষিক পরিকল্পনা প্রস্তুত এবং যথাযথ কর্তৃপক্ষ বরাবর দাখিল করা;
- প্রকল্প বাস্তবায়নে নতুন ধারনা সৃষ্টি এবং বাস্তবায়ন কর্ম কৌশল নির্ধারণ করা;
- দক্ষতার সাথে মাঠ পর্যায়ের ঝুঁকি নিরসন করা এবং মাঠ পর্যায়ের অভ্যন্তরীন নিয়ন্ত্রণ নিশ্চিত করা;
- কর্মসূচি ও কর্মী মূল্যায়নপত্র প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর উপস্থাপন করা;
- সংস্থার আদর্শ, উদ্দেশ্য, মূল্যবোধ, আচরণ বিধি ও প্রচলিত নিয়ম-নীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও অবিচল থাকা;
- কর্মসূচির দৈনন্দিন অগ্রগতি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা;
- জেন্ডার সংবেদনশীল আচরণ করা;
- ব্রাঞ্চের দৈনন্দিন কাজের অগ্রগতি সংশ্লিষ্ট রিপোর্ট এরিয়া ম্যানেজারসহ উর্ধ্বতনদের সময়মত এবং নিয়মিত ভাবে প্রেরণ নিশ্চিত করা;
- উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন সময়ে সময়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা।
Employment Status
পূর্ণকালীন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ন্যুনতম এসএসসি পাশ, নারী প্রার্থী এবং সংশ্লিষ্ট ইউনয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্বাস্থ্য ও পুষ্টি কাজে অভিজ্ঞতা সম্পন্ন এবং প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীদেরকে অগ্রাধিকার দেয়া যেতে পারে। প্রার্থীকে বাংলাদেশের যে কোন জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
Additional Requirements
Salary
- মাসিক সম্মানী ভাতা ২,০০০/- (দুই হাজার) টাকা।
Compensation & Other Benefits
- মাসিক বেতনের ৫০% হারে বার্ষিক 0২টি উৎসব ভাতা এবং মাসিক সভায় অংশগ্রহণের জন্য ১০০/-টাকা যাতায়াত ভাতা প্রাপ্য হবেন। এছাড়া লক্ষ্যমাত্রা অনুযায়ী স্বাস্থ্য কার্ড বিক্রয় হতে মাসিক সর্বোচ্চ ১,৬০০/- টাকা অতিরিক্ত প্রাপ্য হবেন।