logo[1]

ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)
(ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান)
নিয়োগ বিজ্ঞপ্তি
 

সমৃদ্ধি স্বাস্থ্য পরিদর্শক

Vacancy- অনির্ধারিত

Job Context
ঢাকা আহ্ছানিয়া মিশন ১৯৫৮ সাল থেকে আর্ত-মানবতার সেবায় মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান হিসাবে ২০১৩খ্রি. সাল থেকে ফাউন্ডেশন হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে মাঠ পর্যায়ে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে আসছে। এটি জাতীয় পর্যায়ে কর্মরত একটি বেসরকারী উন্নয়ন সংস্থা যা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদ প্রাপ্ত যার সনদ নং-০০১০৯-০২২৪৩-০০৭৪৭ এবং পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত। ডিএফইডি 01 অক্টোবর 2024 তারিখ হতে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নে পুনর্বিন্যাকৃত সমৃদ্ধি কর্মসূচির কার্যক্রম শুরু করেছে। সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্যসেব ও পুষ্ঠির আওতায় 01 জানুয়ারী 2025 তারিখ হতে স্বাস্থ্যসেব ও পুষ্ঠির কাজ শুরু করার জন্য সমৃদ্ধি স্বাস্থ্য পরিদর্শক পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগ দেয়া হবে। নির্বাচিত সমৃদ্ধি স্বাস্থ্য পরিদর্শক-কে দক্ষতার সাথে মাঠ পর্যায়ের ঝুঁকি নিরসনসহ সকল কাজে তদারকি করে কার্যক্রম পরিচালনা করতে হবে।

Job Location:

Job Responsibilities
সমৃদ্ধি কর্মসূচিভূক্ত সংশ্লিষ্ট ০১টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ০১ জন করে স্বাস্থ্য পরিদর্শক নিয়োজিত থাকবেন। স্বাস্থ্য পরিদর্শক মূলত: স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রার্থীকে কর্মএলাকায় অবস্থান করে এবং নির্ধারিত অফিস সময় মেনে সংশ্লিষ্ট কার্যাবলী সম্পন্ন করতে হবে। তিনি সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা-এর তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন।

বিস্তারিত দায়িত্ব ও কর্মপরিধি:

Employment Status
পূর্ণকালীন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

Additional Requirements

Salary

Compensation & Other Benefits