ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)
(ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান)
নিয়োগ বিজ্ঞপ্তি
শিক্ষক (সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্র)
Vacancy- 18 জন
Job Context
ঢাকা আহ্ছানিয়া মিশন ১৯৫৮ সাল থেকে আর্ত-মানবতার সেবায় মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান হিসাবে ২০১৩খ্রি. সাল থেকে ফাউন্ডেশন হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে মাঠ পর্যায়ে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে আসছে। এটি জাতীয় পর্যায়ে কর্মরত একটি বেসরকারী উন্নয়ন সংস্থা যা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদ প্রাপ্ত যার সনদ নং-০০১০৯-০২২৪৩-০০৭৪৭ এবং পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত। ডিএফইডি 01 অক্টোবর 2024 তারিখ হতে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নে পুনর্বিন্যাকৃত সমৃদ্ধি কর্মসূচির কার্যক্রম শুরু করেছে। সমৃদ্ধি কর্মসূচির আাওতায় শিক্ষা সহায়তা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রসমূহের জন্য কিছু শিক্ষক নিয়োগ দেয়া হবে যা 01 জানুয়ারী 2025 তারিখ হতে কার্যকর হবে।
Job Location:
- কাচিকাটা ইউনিয়ন,মনোহরদী উপজেলা, নরসিংদী জেলা ।
Job Responsibilities
সমৃদ্ধি কর্মসূচিভূক্ত সংশ্লিষ্ট 0১টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে 0২ জন করে শিক্ষক নিয়োজিত থাকবেন। শিক্ষক মূলত: মুলধারার শিক্ষাপদ্ধতির সাথে সামঞ্জস্য রেখে সমৃদ্ধির শিক্ষা সহায়তা কার্যক্রম বাস্তবায়নে দায়িত্ব পালন করবেন। প্রার্থীকে কর্মএলাকায় অবস্থান করে এবং নির্ধারিত অফিস সময় মেনে সংশ্লিষ্ট কার্যাবলী সম্পন্ন করতে হবে। শিক্ষকগণ সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারীর ও সহকারী উপজেলা সমন্বয়কারীর তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন।
বিস্তারিত দায়িত্ব ও কর্মপরিধি:
- শিক্ষা সহায়তা কেন্দ্রে শিশু শ্রেণি,1ম শ্রেণি ও 2য় শ্রেণির অনুর্ধ 30 জন ছাত্র-ছাত্রীকে দৈনিক বিকেল 3:00 টাক হতে 5:00টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী পাঠদানের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে শ্রেণিভিত্তিক আনুপাতিক হার বজায় রাখতে হবে। উল্লেখ্য, ২0 জনের কম শিক্ষার্থী নিয়ে কোন শিক্ষাকেন্দ্র স্থাপন/পরিচালনা করা যাবে না।
- শিক্ষক নিজ বাড়ি অথবা সুবিধাজনক কোনো স্থানে শিক্ষা সহায়তা কেন্দ্র পরিচালনার জন্য একটি উপযুক্ত স্থান বা ঘরের ব্যবস্থা করা;
- প্রতিদিন যথাসময়ে শিক্ষা সহায়তা কেন্দ্র শুরু ও শেষ করা এবং শিক্ষা সহায়তা কেন্দ্রে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা;
- শিক্ষার্থীকে বিদ্যালয় প্রদত্ত পরবর্তী দিনের বাড়ির কাজ/পাঠ তৈরি করে দেয়া বা শিখিয়ে দেয়া,যাতে করে শিক্ষার্থী বিদ্যালয়ের শিক্ষক প্রদত্ত শ্রেণির পাঠে ভীত না হয়ে পরবর্তী দিন নিজ বিদ্যালয়ে যেতে উৎসাহিত হয়;
- শিক্ষা সহায়তা কেন্দ্রের পাঠকে প্রাণবন্ত ও আকর্ষনীয় করে তোলার জন্য নিয়মিত পাঠ্যপুস্তকের পাশাপাশি বিভিন্ন সম্পূরক পুস্তিকা পড়ানো এবং বিভিন্ন সৃজনশীল কাজের (যেমন:আবৃত্তি,গান,নাচ,খেলাধুলা) অনুশীলন করানো। পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষা ও মূল্যবোধের চর্চা করা;
- শিক্ষাকেন্দ্রসমূহের শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে শ্রেণিভিত্তিক আনুপাতিক হার বজায় রাখার বিষয়টি বিবেচনায় নেয়া;
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষকগণ নিয়মিত যোগাযোগ করা;
- শিক্ষকগণ মাসিক সমন্বয় সভায় অংশগ্রহন করে অগ্রগতি প্রতিবেদন ও শিক্ষা সহায়তা কার্যক্রমে উদ্ভত সমস্যাদি উপস্থাপন করবেন এবং সমস্যাসমূহের সমাধান জেনে নিবেন;
- সপ্তাহিক, মাসিক ও বার্ষিক পরিকল্পনা প্রস্তুত এবং যথাযথ কর্তৃপক্ষ বরাবর দাখিল করা;
- শিক্ষার্থীদের প্রতি সর্বদা সহানুভূতি আচরণ প্রদর্শন করা।
Employment Status
পূর্ণকালীন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- প্রার্থীকে উচ্চ-মাধ্যমিক পাশ ও কলেজ/বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারী এবং সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। সমাজসেবায় ও সামাজিক উন্নয়নমূলক কাজে বিশেষ করে শিক্ষা নিয়ে কাজ করতে আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া যেতে পারে।
Additional Requirements
Salary
- মাসিক সম্মানী-১,০০০/- (এক হাজার) টাকা।
Compensation & Other Benefits
- মাসিক সম্মানীর ৫0% হারে বার্ষিক 0২টি উৎসব ভাতা ও মাসিক সভায় অংশগ্রহণের জন্য আপ্যায়ন বাবদ জনপ্রতি ১00/-টাকা প্রাপ্য হবেন।